আওয়ামী মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর ৩৫ টি ব্যাংক একাউন্ট; লেনদেন ৪ হাজার কোটি টাকা

0
3

পতিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের ৩৫ ব্যাংক হিসাবে ৩ হাজার ৯১৮ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার সন্দেহজনক লেনদেন এবং ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৯টি ব্যাংক হিসাবে মোট ৩ হাজার ৮৯১ কোটি ৩২ হাজার ৯৪ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ করেছে।

এদিকে তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের নামে ৬ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের মালিকানা থাকার প্রমাণ মিলেছে। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে মোট ২৬ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৯৭৩ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। ওই অভিযোগে স্বামী মো. আব্দুর রহমানকেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অভিযোগ আনা হয়েছে।


তথ্যসূত্র:
১. সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ৩৫ ব্যাংক হিসাব, লেনদেন ৪ হাজার কোটি
– https://tinyurl.com/28ntdyd9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএকই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা; ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার
পরবর্তী নিবন্ধসীমান্তে আটক ভারতীয় চোরকারবারি