সীমান্তে আটক ভারতীয় চোরকারবারি

0
1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে জিহাদ শেখ (২১) নামে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি ভারতের মালদা জেলার কালিয়াচক থানার চুরিঅন্তপুর-দুইশত বিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কিরণগঞ্জ বিওপির মেইন পিলার ১৭৯ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় চোরাচালানি পণ্য হস্তান্তর করছে কয়েকজন চোরাকারবারি – এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় ভারতীয় চোরাকারবারি জিহাদ শেখকে আটক করা হয়। তখন পালিয়ে যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকার তৈমুর হোসেনের ছেলে সুজন মিয়া (২২)।


তথ্যসূ্ত্র:
১. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাকারবারি আটক
– https://tinyurl.com/2u3fpk4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর ৩৫ টি ব্যাংক একাউন্ট; লেনদেন ৪ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধরুয়েটে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ০৪ নেতাকে আজীবন বহিষ্কার