১২৪টি নিম্নমানের পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকার ফেরত পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া

0
40

নিম্নমানের পেট্রোলিয়াম পণ্য আমদানি রোধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। বিগত মাসে আফগানিস্তানের নিমরুজ ও ফারাহ প্রদেশের কাস্টমস বা শুল্ক চেকপয়েন্ট হতে ১২৪টি নিম্নমানের পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকার ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে এতথ্য প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আমদানিকৃত এসব চালানের মধ্যে ফারাহ শুল্ক পয়েন্ট হতে ডিজেল ভর্তি ৮৮টি ট্যাংকার ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে ৩৩টি ডিজেল ও ৩টি তরলীকৃত গ্যাস ট্যাংকার নিমরুজ শুল্ক পয়েন্ট থেকে ফেরত পাঠানো হয়।

দেশে উচ্চমানের ও মানানসই পেট্রোলিয়াম পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে বলে বার্তায় তুলে ধরা হয়। প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্যের গুণগত মান মূল্যায়নের জন্য ইমারতে ইসলামিয়ার পেট্রোলিয়াম তদারকি সংশ্লিষ্ট বিভাগ ভূমিকা পালন করছে।


তথ্যসূত্র:
1. 124 tankers of substandard petroleum returned last month
– https://tinyurl.com/4yv35e6d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরুয়েটে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ০৪ নেতাকে আজীবন বহিষ্কার
পরবর্তী নিবন্ধকাবুলে পাসপোর্ট হোম ডেলিভারি সেবা চালু