
ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই চুক্তির অনুমোদন দিয়েছে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা বাড়ানোর অজুহাতে হিন্দুত্ববাদী ভারতকে আরও শক্তিশালী করবে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে, সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেয়া হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে।’
এই চুক্তি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়কার নীতির ধারাবাহিকতা, যেখানে ভারতকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি সামরিক সরঞ্জাম কিনতে উৎসাহিত করা হয়েছিল। স্টেট ডিপার্টমেন্টের দাবি, এই সহায়তা “ইন্দো-প্যাসিফিক শান্তি”র জন্য, কিন্তু বাস্তবে এটি হিন্দুত্ববাদী ভারতকে মুসলিমবিরোধী অপতৎপরতা চালানোর হাতিয়ার দিচ্ছে। মোদি সরকার ইতিমধ্যেই কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে সামরিক আগ্রাসন চালিয়েছে, নাগরিকত্ব আইনের মাধ্যমে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা করছে।
এই চুক্তি শুধু ভারত-মার্কিন সম্পর্কই নয়, বরং ইহুদিবাদী দখলদার ইসরায়েল ও হিন্দুত্ববাদী ভারতের মধ্যকার সামরিক জোটকেও শক্তিশালী করছে। দখলদার ইসরায়েল ইতিমধ্যেই ভারতকে স্পাইওয়্যার ও ড্রোন সরবরাহ করে মুসলিম নিধনে সাহায্য করছে। এখন যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ ভারতকে আরও রক্তপাতের পথ প্রশস্ত করবে।
তথ্যসূত্র:
1. US approves $131 mn arms deal with India to boost Indo-Pacific vigilance
– https://tinyurl.com/mv57u6e8
2. The United States has approved a potential $131 million foreign military sale to India
– https://tinyurl.com/4t6t7zrn