
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় একটি সুড়ঙ্গে জায়োনিস্ট ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়েছেন মুজাহিদিনরা। এতে ২ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় অন্তত আরও ৫ জায়োনিস্ট সৈন্য আহত হয়।
আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, নিহত জায়োনিস্ট সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিয়োজিত এলিট ইউনিট ‘ইহালোম’-এর সদস্য ছিল। এই দলটি সুড়ঙ্গ শনাক্ত ও ধ্বংসে বিশেষভাবে প্রশিক্ষিত।
গত ৩মে শনিবার, জায়োনিস্ট বাহিনীর গোলানি ব্রিগেডের উক্ত ইউনিটটি দক্ষিণ গাজার রাফায় একটি ভবনের ভিতরে একটি সুড়ঙ্গের প্রবেশপথ আবিষ্কার করে। এরপর এই দলটি সুড়ঙ্গে প্রবেশ করে। জায়োনিস্ট সৈন্যরা সুড়ঙ্গে প্রবেশের পরপরই আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদদের দ্বারা পূর্ব থেকেই স্থাপন করে রাখা বিস্ফোরকগুলোর বিস্ফোরণ ঘটে। আর তাতেই জায়োনিস্ট বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি দখলদার সেনাবাহিনী জানিয়েছে যে, শনিবার মুজাহিদদের পরিচালিত হামলায় নিহত জায়োনিস্ট সৈন্যরা হলো ২৩ বছর বয়সী ক্যাপ্টেন নোয়াম ডেভিড এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইয়ালি সেরর। এছাড়া এই হামলায় অন্য যেসব জায়োনিস্ট সৈন্য আহত হয়েছে, তাদের মধ্যে এক সৈন্যের অবস্থা গুরুতর এবং অন্য এক সৈন্যের অবস্থা মাঝারি বলে জানিয়েছে ইসরায়েল।
এদিন উত্তর গাজায় আরও একটি সফল অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। এই হামলার ঘটনায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর ৭০০৭তম ব্যাটালিয়নের রিজার্ভ ফোর্সের ১ সদস্য গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। তবে সেনাবাহিনীর সূত্রগুলো আঘাতের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/mr8adnab