
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে যুদ্ধ বন্ধে নানা উদ্যোগ নেয়া হলেও কার্যকর কোন সুফল পাওয়া যাচ্ছেনা। যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধ বিরতিতে উপনীত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য দখলদার ইসরায়েল হামাসকে দোষারোপ করছে। এবার গাজা যুদ্ধ বিলম্বিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে দায়ী করা হল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ মন্তব্য করে বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে। সে বলেছে, ইসরায়েল বন্দি মুক্তি চুক্তিতেও বাধা দিচ্ছে। তার মতে, এখন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তিই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ।
১২ মে, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক থাকা ইসরায়েলি বন্দিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে উইটকফ এই মন্তব্য করেন বলে রোববার ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে। অবশ্য বৈঠকটি কখন ও কোথায় হয়েছিল, সে সম্পর্কে চ্যানেলটি কিছু জানায়নি। উইটকফ আরও বলেছে, “আমরা চাই বন্দিরা ফিরে আসুক, কিন্তু (সন্ত্রাসী) ইসরায়েল এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়”।
সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে এবং ট্রাম্প দলীয়ভাবে ইসরায়েলের অপেক্ষা না করে নিজস্ব মধ্যপ্রাচ্যনীতি বাস্তবায়নের চিন্তা করছে। ইসরায়েল জানিয়েছে, এখনও ৫৯ জন বন্দি গাজায় রয়েছে, যাদের মধ্যে ২১ জন জীবিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কারাগারে রয়েছে প্রায় ৯ হাজার ৯০০ ফিলিস্তিনি, যাদের অনেকে মারাত্মক নির্যাতন, অনাহার ও চিকিৎসাসেবার অভাবে মারা গেছেন বলে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
1. Netanyahu shows desire to relinquish US security assistance: Reports
– https://tinyurl.com/55wwxmx7
2.US envoy says Israel prolonging Gaza war
– https://tinyurl.com/yehbtxmw