
অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে হুঁশিয়ারি(!) উচ্চারণ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১২ মে ভারত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুমকি দেয় সে।
গত ১৩ মে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। খবরে বলা হয়, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মোদি।
পাকিস্তানের বিরুদ্ধে ফের সামরিক অভিযানের হুমকি দিয়ে মোদি বলেছে, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।’
সে আরও বলেছে, ‘আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাপ করব যে পাকিস্তান ভবিষ্যতে কী ধরনের মনোভাব গ্রহণ করবে। যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে, আমি আবারও বলছি, আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি।’
তথ্যসূত্র:
1. Op Sindoor Is India’s New Normal: PM Modi’s Sharp Message To Pak
– https://tinyurl.com/5527yzxe