উত্তর প্রদেশে আরও ৩৫০টি মুসলিম স্থাপনা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উগ্রবাদী যোগী সরকার

0
53

ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক শাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের বিভিন্ন স্থানে ‘অবৈধ স্থাপনা’র অভিযোগ তুলে ৩৫০ টি স্থাপনা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অভিযানে রাজ্যের মাদ্রাসা, মসজিদ, মাজার, ঈদগাহ সহ মুসলিমদের স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে ‘অবৈধ স্থাপনা’ গুড়িয়ে দেওয়ার নামে অভিযান পরিচালনা করছে উগ্র হিন্দুত্ববাদী সরকার। পিলিভিট, শ্রাবস্তী, বলরামপুর, বাহরাইচ, সিদ্ধার্থনগর এবং মহারাজগঞ্জের মতো জেলাগুলোতে কর্তৃপক্ষ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

এই অভিযানের অংশ হিসেবে কেবলমাত্র উত্তর প্রদেশের শ্রাবস্তী জেলায় ‘অবৈধ স্থাপনা’ র অভিযোগ তুলে ১০০ টির ও বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সিল-গালা করেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় সিল-গালা করার পাশাপাশি অসংখ্য প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে। সিলগালা করা ও গুড়িয়ে দেওয়া বেশিরভাগ স্থাপনগুলোই মুসলিম আমলে নির্মিত স্থাপনা।


তথ্যসূত্র:
1.Yogi Government Targets Over 350 ‘Unauthorized’ Religious Sites Across Uttar Pradesh
– https://tinyurl.com/muu44d82

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক জ্বালানি সম্মেলনে অংশ নিচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধইবিতে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা