
পশ্চিম সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ৩০ মে, শুক্রবার গভীর রাতে জানিয়েছে, বর্বর ইসরায়েলি বিমান হামলায় উপকূলীয় শহর লাতাকিয়ায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। হামলার ঘটনা স্বীকার করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা সানা এর আগে জানিয়েছিল, লাতাকিয়া ও তারতুস প্রদেশের গ্রামীণ অঞ্চলের তিনটি স্থানে হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি সেনাবাহিনী।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলের তারতুস ও লাতাকিয়ার আশেপাশের সামরিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।
১৯৪৮ সালের প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে সিরিয়ায় আগ্রাসন চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। ১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েল অবৈধভাবে সিরিয়ার গোলান হাইটস দখল করে। আসাদ সরকারের পতনের ঠিক আগে ইসরায়েল সীমান্তের কাছে আরও কিছু সিরীয় অঞ্চল দখল করে নেয়। বাশার আল-আসাদের শাসনামলেও এবং তার পতনের পরও সন্ত্রাসী ইসরায়েল সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র:
1. Israel attacks western Syria despite recent indirect talks to calm tensions
– https://tinyurl.com/4ct2seew
2. Israeli airstrikes target sites in western Syria, reportedly killing one
– https://tinyurl.com/3wsb5axf