
মালির মোপ্তি রাজ্যে দখলদার রাশিয়ান সৈন্যদের কনভয় লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে এক ডজনেরও বেশি রাশিয়ান সৈন্য হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
মালিতে দখলদার রাশিয়ান বাহিনীকে লক্ষ্য করে ‘জেএনআইএম’ মুজাহিদদের হামলা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় ১লা আগস্ট শুক্রবার সকালে, মালির কেন্দ্রীয় অঞ্চলে রাশিয়ান বাহিনী এবং মালির জান্তা বাহিনীর একটি যৌথ সামরিক কনভয় লক্ষ্য করে সশস্ত্র আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। হামলাটি মোপ্তি রাজ্যের টেনেনকো এলাকার কাছে চালানো হয়েছে।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা ছাড়াই এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে ‘জেএনআইএম’। তবে হামলার পর স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েক সেকেন্ডের ৪টি ভিডিওতে দেখা যায়, মুজাহিদদের হামলায় ধ্বংস হওয়া সামরিক যানগুলোর ভিতরে এবং আশপাশে রাশিয়ান বাহিনীর ৭ সৈন্যের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
অপরদিকে আক্রমণে লক্ষ্যবস্তু হওয়া রাশিয়ান বাহিনী (পূর্বে ওয়াগনার নামে পরিচিত) আফ্রিকা কর্পস দাবি করেছে যে, মুজাহিদদের অভিযানে রাশিয়ার ৪ সৈন্য নিহত এবং আরও ৮ সৈন্য আহত হয়েছে।
উল্লেখ্য যে, রাশিয়ান ভাড়াটে সৈন্যরা গত কয়েক বছর ধরে মালিতে বিভিন্ন গণহত্যা চালিয়ে আসছে, ফলে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদদের হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে রাশিয়ান সৈন্যরা। ফলশ্রুতিতে, রাশিয়ান বাহিনী স্থলভাগে মুজাহিদদের সাথে সংঘর্ষগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4p2ueueu


