আফগানিস্তানে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর

0
54

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিদ্যুৎ খাতে বড় ধরনের একটি বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। দেশটির পানি ও জ্বালানি মন্ত্রণালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান আজিজি এনার্জি ইনভেস্ট যৌথভাবে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপমন্ত্রী। চুক্তিটি আজ শনিবার ( ২ আগষ্ট ) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। যদিও প্রকল্পটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি, এটি আফগান বিদ্যুৎ খাতের ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদ্যুৎ খাতে আফগানিস্তানের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশটি তার নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে প্রায় ৩,২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে।

এই প্রকল্প কেবল দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা পূরণে সাহায্য করবে না, বরং আফগানিস্তানকে একটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলবে। এছাড়াও এতে দেশের অর্থনীতি এবং শিল্প খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. کابل کې د ۱۰ زره مېګاواټه برېښنا د تولید پروژو تړون لاسلیک کیږي
– https://tinyurl.com/yc2xepwj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধগাজায় দখলদার বাহিনীর সামরিক যান বহরে মুজাহিদদের ভয়াবহ প্রতিরোধ হামলা