চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে এলাপাথাড়ি গুলি; গুলিবিদ্ধ ব্যবসায়ী

0
27

চাঁদা না পেয়ে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানার উত্তর মোহরা এলাকায় ইউসুফ নামে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান চাঁন্দগাও থানার ওসি মো. আফতাব উদ্দিন।

ওসি বলেন, কয়েকদিন ধরে একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার দিবাগত রাত ১১টায় চার পাঁচজনের জনের একটি দল তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে চাঁন্দগাও থানার মোহরা এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। সংঘটিত হচ্ছে চাঁদাবাজি-দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। এতে পুরো এলাকায় আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।


তথ্যসূত্র:
১. চাঁদা না পেয়ে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, ব্যবসায়ী গুলিবিদ্ধ
– https://tinyurl.com/yubc9at9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদার টাকা দিয়ে তিন লক্ষ টাকার মোটরসাইকেল কিনে গ্রেফতার ‘বাগছাস’ এর কেন্দ্রীয় নেতা অপু
পরবর্তী নিবন্ধঅভাবী থেকে কোটি টাকার মালিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হিন্দু নেতা