পাকিস্তানের খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানে ‘আইএমপি’ মুজাহিদদের ৪টি পৃথক অভিযান

0
114

সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি), গত ১লা আগস্ট, ২০২৫ তারিখে, পাকিস্তানের ২টি এলাকায় অন্তত ৪টি পৃথক হামলা চালিয়েছেন বলে জানা গেছে। এতে পাকিস্তান সামরিক বাহিনীতে হতাহতের পাশাপাশি আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছে।

আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ’র বিবৃতি অনুযায়ী, মুজাহিদিনরা গত ১লা আগস্ট শুক্রবার, পাকিস্তানের খাইবার এজেন্সিতে ৩টি এবং উত্তর ওয়াজিরিস্তানে ১টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।

এরমধ্যে মুজাহিদিনরা খাইবার এজেন্সিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রথম অভিযানটি পরিচালনা করেন শুক্রবার রাত ১টায়। মুজাহিদিনরা উক্ত অঞ্চলের তিরাহ উপত্যকার দার পীর নাকা এলাকায় স্থাপিত সেনাবাহিনীর একটি পোস্ট লক্ষ্য করে লেজার গান দিয়ে হামলাটি পরিচালনা করেন। এতে শত্রু বাহিনীর ১ সদস্য নিহত হয়। এরপর মুজাহিদিনরা সামরিক পোস্টটি লক্ষ্য করে রকেট লঞ্চার দ্বারা হামলা চালান, ফলে শত্রু বাহিনীতে আরও হতাহত ও সম্পদের ক্ষতি হয়।

এই ঘটনার পর শুক্রবার ভোরে, একই শত্রু সামরিক পোস্টের কাছে একটি সামরিক গাড়ি লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা। ফলশ্রুতিতে শত্রু বাহিনীর অন্তত ২ সেনা সদস্য হতাহত হয় এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

এই হামলার কিছুক্ষণ পর সকাল ৬টায়, মুজাহিদিনরা তিরাহ উপত্যকার আরখাঙ্গা এলাকায় শত্রু বাহিনীর একটি পোস্টে স্নাইপার হামলা চালান। মুজাহিদদের সফল এই স্নাইপার আক্রমণে শত্রু বাহিনীর ১ অফিসার নিহত এবং অন্য ১ অফিসার আহত হয়।

এমনিভাবে মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের মির আলী জেলার প্রধান মহাসড়কেও শুক্রবার একটি সফল হামলা চালিয়েছেন। হামলাটি জেলা শহরের মহাসড়কে অবস্থিত পাকিস্তান সামরিক বাহিনীর একটি পোস্টে কোয়াডকপ্টার/ড্রোন ব্যবহার করে চালানো হয়। এতে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/a439hh5r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে আরও এক মার্কিন নাগরিককে হত্যা করল ইসরায়েলি দখলদাররা
পরবর্তী নিবন্ধচাপাইনবাবগঞ্জ সীমান্তে তিন দিনে ০২ জনকে হত্যা করেছে বিএসএফ; নিখোঁজ বেশ কয়েকজন