গাজা সীমান্তে হামলায় ৪ দখলদার ইসরায়েলি সেনা আহত

0
51

গাজায় দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মাঝেই এক সাহসী প্রতিরোধ হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি সামরিক ঘাঁটি। আল-কাসসাম ব্রিগেডের মর্টার হামলায় অন্তত চার দখলদার সৈন্য আহত হয়, যারমধ্যে একজনের অবস্থা গুরুতর।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইহুদিবাদী বাহিনী গাজার বিভিন্ন স্থানে নির্বিচারে বিমান ও কামান হামলা চালাচ্ছে, হত্যা করছে শিশু, নারী ও নিরীহ বেসামরিক মানুষদের।

৩ আগস্ট, রবিবার গাজার উত্তরের সীমান্তবর্তী এলাকায় আল-কাসসাম ব্রিগেডের প্রতিরোধ হামলায় চার ইসরায়েলি সৈন্য আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব রেডিও Army Radio সূত্রে জানানো হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। তাদের পক্ষ থেকে জানানো হয়, গাজা শহরের আল-তুফাহ পাড়ার পূর্ব দিকে অবস্থিত একটি দখলদার সামরিক জমায়েত লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়।

এটি ছিল একটি সুসংগঠিত এবং সুনির্দিষ্ট প্রতিরোধ অভিযান, যা দখলদার বাহিনীর একত্রীকরণ পরিকল্পনাকে ব্যাহত করে দেয়।

উল্লেখ্য, দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল গত ১০ মাস ধরে গাজায় নারকীয় গণহত্যা চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রতিদিনই শহীদ হচ্ছেন শতাধিক মানুষ। অথচ পাশ্চাত্য রাষ্ট্রগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই গণহত্যার নেপথ্যে অস্ত্র সরবরাহ ও কূটনৈতিক ছায়া দিয়ে ভূমিকা রাখছে।

এই প্রতিরোধ হামলা প্রমাণ করে যে, সামরিক ও কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও ফিলিস্তিনি জনগণের আত্মিক শক্তি আজও অটুট। ইসলামী চেতনায় উদ্বুদ্ধ এই জাতি এখনও প্রতিরোধের ব্যারিকেডে দাঁড়িয়ে আছে।


তথ্যসূত্র:
1. 4 Israeli troops wounded near Gaza perimeter
– https://tinyurl.com/3fp4rxee

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিনের ২টি পৃথক হামলায় ৭ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধভারতে মুসলিম বিদ্বেষ: রাজনীতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আল জাজিরার ডকুমেন্টারি