সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আহত ব্যবসায়ী

0
25

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে শেখ আলমগীর হোসেন আলম (৩৫) নামের এক ঘের ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার (০৪ আগস্ট) ভোরে সীমান্তবর্তী লক্ষীদাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

আলমগীর গণমাধ্যমকে জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তার একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তার মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ বি এম আক্তার মারুফ গণমাধ্যমকে বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে, তাকে ভর্তি করা হয়েছে।


তথ্যসূত্র:
১. ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী আহত
– https://tinyurl.com/duzpuy2y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় অনাহার এবং অপুষ্টিতে ৯৪ শিশুসহ ১৮১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরে চাঁদা নেওয়ার সময় এনএসআইয়ের ভুয়া সদস্য আটক