
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় ১৪ জেলে। এসময় অনুপ্রবেশের অপরাধে এফবি পারমিতা নামের ভারতীয় ফিশিং ট্রলারসহ তাদের আটক করেন যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর নৌসেনারা।
জানা গেছে, রবিবার (৩ আগস্ট) বিকেলে ট্রলারটি বাগেরহাটের দিগরাজে নৌবাহিনীর মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে।
এবং ট্রলারসহ আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। এর আগে গত শনিবার রাতে (২ আগস্ট) তাদের আটক করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডী নামে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
তথ্যসূত্র:
১. বঙ্গোপসাগরে বিপুল মাছ-ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক
– https://tinyurl.com/yu4rf9c4


