বগুড়ায় জলাবদ্ধতায় ৪শ পরিবারের দুর্ভোগ

0
20

বগুড়ার শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া গ্রামের প্রায় ৪০০ পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী জীবন-যাপন করছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়, যা মাসের পর মাস স্থায়ী হয়।

“সরেজমিনে গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে, শেরপুর শহর থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে ও ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা থেকে মাত্র ৫০০ গজ পশ্চিমে শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া গ্রাম অবস্থিত। শহরতলি হলেও এখানকার বাসিন্দারা গ্রামের মানুষের চেয়েও অবহেলিত। বছরের প্রায় অর্ধেক সময় তাদের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকে, যার ফলে পানিবাহিত রোগ তাদের নিত্য সঙ্গী।”

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, অপরিকল্পিতভাবে বাড়িঘর ও মিল-চাতাল নির্মাণের কারণে রাস্তাগুলো নিচু হয়ে গেছে। এছাড়া, পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।


তথ্যসূত্র:
১. বগুড়ার শেরপুরে জলাবদ্ধতায় ৪শ পরিবারের দুর্ভোগ
– https://tinyurl.com/zr5hnarc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ০৫ আগস্ট সাভারে হাসিনা পালানোর বিজয় মিছিলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ৩০ জন
পরবর্তী নিবন্ধপদ্মা নদীতে ভয়াবহ ভাঙন; চোখের পলকে বিলীন হয়ে গেল দ্বিতল বিশিষ্ট মসজিদ, ঝুঁকিতে ৬০০ পরিবার