পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন; চোখের পলকে বিলীন হয়ে গেল দ্বিতল বিশিষ্ট মসজিদ, ঝুঁকিতে ৬০০ পরিবার

0
53

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে একে একে বিলীন হচ্ছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আর ধর্মীয় স্থাপনাও। মঙ্গলবার (০৫ জুলাই) সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় আলম খাঁর কান্দি জামে মসজিদের দ্বিতল ভবনটি বিকট শব্দে চোখের পলকে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, ভাঙনের আগ মুহূর্তে মসজিদ ভবনে ফাটল দেখা দেয়। খবর পেয়ে বহু মানুষ নদীর পাড়ে ভিড় করে। কিছুক্ষণ পরেই বিস্ফোরণের মতো শব্দে মসজিদটি ধসে পড়ে পদ্মার তলদেশে।

প্রত্যক্ষদর্শী নুরউদ্দিন মাঝি বলেন, “সকালেই খবর পাই মসজিদে ফাটল ধরেছে। আমরা অনেকেই দৌড়ে এসে দেখি, হঠাৎ বিকট শব্দে পুরো মসজিদটা নদীতে পড়ে যায়। আমরা সবাই আতঙ্কিত। অনেকের ঘরবাড়ি ইতোমধ্যে গেছে, বাকিগুলোও যাবে মনে হচ্ছে।”

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষাবাঁধের জিরোপয়েন্টে গত বছরের নভেম্বর থেকে ভাঙন শুরু হয়। এ পর্যন্ত একাধিক ধাপে বাঁধের অন্তত ৭৫০ মিটার নদীগর্ভে চলে গেছে।

ভাঙনের ভয়াবহতা এতটাই যে, এখন পুরো মাঝিরঘাট বাজার ও আশপাশের অন্তত ৬০০ পরিবার সরাসরি ঝুঁকিতে রয়েছে। ওই বাজারের প্রায় ২০০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের হুমকিতে দিন কাটাচ্ছে।


তথ্যসূত্র:
১. চোখের পলকে নদীগর্ভে মসজিদ, জাজিরায় পদ্মার ভাঙন
– https://tinyurl.com/5fk5csm8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় জলাবদ্ধতায় ৪শ পরিবারের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধমসজিদের জন্য বরাদ্দকৃত টিউবওয়েলের টাকা আত্মসাৎ ইউপি সদস্যের