
পিরোজপুরের নেছারাবাদে (সাবেক স্বরূপকাঠি) মসজিদের নামে বরাদ্দ পাওয়া টিউবওয়েলের টাকা তুলে নিয়ে তিন বছর ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল-আমিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ও মসজিদ কমিটির সদস্যরা।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে পিরোজপুর জেলা পরিষদ ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় বিষ্ণুকাঠি গ্রামের হাওলাদারবাড়ী এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে একটি টিউবওয়েল স্থাপনের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেয়। শুরুতে অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। কাজ শেষে বাকি অর্থ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টিউবওয়েল বসানো হয়নি।
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে গণমাধ্যমকে বলেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সে টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে।
তথ্যসূত্র:
১. মসজিদের জন্য বরাদ্দ টিউবওয়েলের টাকা ইউপি সদস্যের পকেটে
– https://tinyurl.com/yc4zpknm


