
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। একই সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন এবং জেলা ছাত্রদলের সাবেক নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে আরেকটি পক্ষ জিরো পয়েন্টে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। আকবর গ্রুপের মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয় পক্ষের ১৫-১৬ জন নেতাকর্মী আহত হয়।
তথ্যসূত্র:
১. ফেনীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
– https://tinyurl.com/mp5s43uj


