হেরাত প্রদেশে ৩০,০০০ মাদকাসক্তকে পুনর্বাসিত করলো ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
85

আফগানিস্তানের হেরাত প্রদেশে গত তিন বছরে ৩০,০০০-এরও বেশি মাদকাসক্তকে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে পুনরায় একীভূত করা হয়েছে বলে জানিয়েছে ইমারতে ইসলামিয়ার স্থানীয় প্রশাসন।

আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে জানা যায়, হেরাত পুলিশ কমান্ডের মাদকবিরোধী শাখার পরিচালক হায়াতুল্লাহ রুহানি বলেন, ‘গত তিন বছরে ৩০,০০০-এরও বেশি মাদকাসক্তকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। অতীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে তাদের চিকিৎসা করা হতো, কিন্তু বর্তমানে একটি কেন্দ্রীয় ৪,০০০ শয্যাবিশিষ্ট পুনর্বাসন শিবিরে তাদের সেবা দেওয়া হচ্ছে।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ওই কেন্দ্রে প্রায় ৪,০০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতি মাসে গড়ে ৭০০ জনের বেশি নতুন রোগী পুনর্বাসনের জন্য কেন্দ্রে ভর্তি হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মাদকাসক্তদের মধ্যে শুধুমাত্র শারীরিক সমস্যাই নয়, মানসিক স্বাস্থ্য সমস্যা বিশেষকরে বিষণ্ণতা, উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাব প্রবলভাবে দেখা যাচ্ছে। পুনর্বাসন কেন্দ্রে নিযুক্ত মনোরোগ বিশেষজ্ঞ ড. হোমায়ুন মুহাম্মদী বলেন, ‘আমরা রোগীদের জন্য আলাদা সাইকোথেরাপি সেশন চালু করেছি, যাতে তারা ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হতে পারেন।’

চিকিৎসা শেষে অনেকেই এখন পরিবারের কাছে ফিরছেন এবং সমাজে নতুন জীবন শুরু করছেন। কুদরতুল্লাহ নামের এক রোগী বলেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছিল। এখন আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি এবং অন্য যুবকদেরও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করতে চাই।’

প্রশাসনের মতে, অনেক মাদকাসক্ত ব্যক্তি ইরানে অবস্থানকালে মাদকে আসক্ত হয়। আফগানিস্তানে ফেরার পর পুলিশ তাদের শনাক্ত করে পুনর্বাসন কেন্দ্রে পাঠায়।


তথ্যসূত্র:
1. 30,000 Drug Addicts Rehabilitated in Herat Over the Past Three Years
– https://tinyurl.com/2e68s2dy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী মোগাদিশুর উপকন্ঠে শাবাবের ২টি ইস্তেশহাদী হামলা: হতাহত ৮০ ক্রুসেডার সৈন্য
পরবর্তী নিবন্ধপাকিস্তানের খাইবার অঞ্চলে ইত্তেহাদুল মুজাহিদিনের ৪টি পৃথক অপারেশনে অসংখ্য শত্রু সৈন্য হতাহত