বিএনপির বিজয় র‍্যালিতে আ.লীগের সক্রিয় কর্মী

0
13

কুমিল্লার তিতাসে বিএনপির বিজয় র‍্যালিতে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীর অংশগ্রহণ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলার কড়িকান্দি বাজারে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত বিএনপির বিজয় র‍্যালিতে সামনের সারিতে সাইফুল মেম্বার নামক এক আওয়ামী লীগের সক্রিয় কর্মী অংশগ্রহণ করেছে।

মিছিলে তার সাথে ছিলো ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার ও সাধারণ মাজহারুল ইসলাম খোকাসহ বিএনপির নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ ঘটনা ঘিরে নানা বিতর্কের জন্ম দিয়েছে।

জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। সে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউনিয়ন, উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছে এবং মাইকে ভোট চেয়ে বক্তব্য দিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করতে দেখা গেছে। শুধু সাইফুল ইসলাম একা নয় তার তিন ছেলেও একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করত।


তথ্যসূত্র:
১. বিএনপির বিজয় র‍্যালিতে আ.লীগের সক্রিয় কর্মী, ফেসবুকে তোলপাড়
– https://tinyurl.com/ys6zvp5r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদকাসক্তি থেকে সেরে উঠা নাগরিকদের কারিগরী প্রশিক্ষণ দিবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন, উদ্বেগ প্রকাশ করে ২৪৪ শিক্ষকের বিবৃতি