
বেকারত্ব কমাতে ৪১০টিরও বেশি উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। গত ৫ আগস্ট টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশীয় রাজস্ব থেকে অর্থায়িত এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব হ্রাস ও অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুর রহমান হাবিব হাফিযাহুল্লাহ জানান, ‘চলতি বছরের কর্মসূচির আওতায় ৪১০টি প্রধান ও মৌলিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অধিকাংশই উন্নয়ন ও অবকাঠামোগত খাতে। এসব প্রকল্পে শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
যদিও আফগান সরকার অভ্যন্তরীণভাবে বেকারত্ব দূর করতে সক্রিয় রয়েছে, তবে প্রতিবেশী দেশগুলো থেকে জোরপূর্বক শরণার্থী ফেরত পাঠানো ও সম্পত্তি জব্দের মতো ঘটনা এখনো দেশটির দারিদ্র্য ও বেকারত্ব সমস্যাকে জটিল করে তুলছে। তবে, এই সংকট মোকাবেলায় ইমারতে ইসলামিয়া সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
তথ্যসূত্র:
1. Over 400 Projects Launched to Tackle Unemployment
– https://tinyurl.com/34u498zk


