
রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির ওপর মোট শুল্ক হার দাঁড়ালো ৫০ শতাংশে। এটি যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্কহার।
গত ৬ আগস্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমি দেখতে পাচ্ছি যে, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।
ডোনাল্ড ট্রাম্প ওই আদেশে আরও বলেছে, আইন অনুযায়ী, ভারতের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিল, ভারত শুধু ২৫ শতাংশ শুল্ক নয়, আরও একটি ‘জরিমানার’ মুখোমুখি হবে। কারণ তারা রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনছে।
সে বলেছিল, যদি তারা (ভারত) রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায়, তাহলে আমি মোটেও খুশি হবো না। তারা যুদ্ধযন্ত্রকে জ্বালানি দিচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে, যেখানে শুল্ককে অন্যায় ও অযৌক্তিক বলে নিন্দা করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Trump slaps 50 percent tariff on Indian goods over imports of Russian oil
– https://tinyurl.com/3uyj7awy


