৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স

0
21

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের মেডিটেরানিয়ান অঞ্চল। এ ঘটনায় নিহত ১ ও আহত ১৩ জন বাসিন্দা। ৭ আগস্ট, বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ আগস্ট, মঙ্গলবার থেকে শুরু হয় এই দাবানল। উষ্ণ আবহাওয়া এবং বাতাসের প্রতিকূলতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ফ্রান্স ও স্পেনের সীমান্ত এলাকার আশেপাশের ১৬ হাজার হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পরে দাবানল।

উল্লেখ্য, দেশটিতে ৮০ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। অপরদিকে, ভয়াবহতা বাড়ার কারণে বাড়ানো হয় উড়োযান এবং ফায়ারসার্ভিস কর্মী সংখ্যা। এখনও পর্যন্ত ২৫টিরও বেশি বাড়ি পুড়ে গেছে এবং আড়াই হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

লাগ্রাস, ফাব্রেজান, টুরনিসান, কুস্তুজ ও সাঁ লোরঁ দ্য লা কাবরিস এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র বাতাস, শুকনো গাছপালা এবং প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জোঁকিয়ের গ্রামের মেয়র জাক পিরো জানিয়েছে, প্রায় ৮০ শতাংশ গ্রাম আগুনে পুড়ে গেছে, চারদিকে শুধুই কালো ছাই, গাছগুলো সম্পূর্ণ পুড়ে ছাই।

দাবানলে সাতজন দমকলকর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে এবং দুজন হাসপাতালে ভর্তি করা হয়। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


তথ্যসূত্র:
1. Deadly wildfire spreads in southern France
– https://tinyurl.com/5h8pzbde
2. Deadly ‘unprecedented’ wildfire rages in southwestern France
– https://tinyurl.com/yckbf5xd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে টানা বৃষ্টিতে ০২ কিলোমিটার রাস্তা কর্দমাক্ত; ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
পরবর্তী নিবন্ধচাঁদাবাজির দায়ে বিএনপির অঙ্গসংগঠনের ২ নেতা আটক