
ইমারতে ইসলামিয়ার হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক কমান্ড প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি ৩২৬ জন সেনাসদস্য সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই প্রশিক্ষণের মেয়াদ ছিল সাড়ে ৪ মাস। এতে সদস্যগণ তাত্ত্বিক ও ব্যবহারিক সামরিক জ্ঞান লাভ করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সম্পর্কে জানায়, উক্ত প্রশিক্ষণে আর্টিলারি, সাঁজোয়া যান, পদাতিক, প্রকৌশল, যোগাযোগ, আইন এবং কম্পিউটার অধ্যয়ন সংশ্লিষ্ট বিষয়াদি অন্তর্ভুক্ত ছিল।
সেনাদের সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক শিক্ষা ও কর্মী বিষয়ক উপপরিচালক মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ, ট্রেনিং সেন্টারের কমান্ডার শাইখ দাদ মুহাম্মদ মুহাম্মদি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণের মান সমুন্নত রাখতে কর্মকর্তাগণ তাদের প্রচেষ্টা তুলে ধরেন। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদানে তারা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শরিয়াহ মোতাবেক নিষ্ঠার সাথে ইসলামী ব্যবস্থার খেদমত করে যেতে কর্মকর্তাগণ নতুন সেনাদের প্রতি নসিহত পেশ করেন।
অপরদিকে নিজেদের জানমালের বিনিময়ে হলেও ইসলামী ব্যবস্থা ও মাতৃভূমি রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সেনাসদস্যবৃন্দ।
তথ্যসূত্র:
1. 326 soldiers graduated after completing advanced professional training
– https://tinyurl.com/mt2hy5zj


