
অধিকৃত কাশ্মীরের কুলগামে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন এবং আরও অন্তত ১০ জন দখলদার সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের ৯ আগস্টের প্রতিবেদনে বলা হয়, গত ১০ দিন ধরে দক্ষিণ কাশ্মীরের অখলের বনাঞ্চলে ভারতীয় বাহিনী অভিযান চালাচ্ছিল। এই অভিযানে তারা ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালিয়েছিল।
অভিযানের সময় স্বাধীনতাকামী যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তুলে দখলদার সেনাদের মোকাবিলা করে। ভারতের সরকারি সূত্র হতাহতের খবর নিশ্চিত করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র:
1. Two Indian troops succumb to injuries as Kulgam operation enters 10th day
– https://tinyurl.com/bddzmazr


