ভারতের উত্তর প্রদেশে বাঙালি মুসলিমদের ওপর নিপীড়ন, নিজ দেশেই নির্বাসিত মুসলিমরা

0
54

ভারতের উত্তর প্রদেশের নয়ডা ও হরিয়ানার গুরুগ্রাম অঞ্চলে বাঙালি মুসলিমদের বাংলাদেশি আখ্যা দিয়ে এলাকা থেকে তাড়ানোর ঘটনা দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এখানে বাংলাভাষী মুসলিমদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে এবং তাদের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজকর্মীরা, যারা স্থানীয় প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত ৯ আগস্ট মাকতুব মিডিয়া এক প্রতিবেদনে জানায়, পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ এবং অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সেখানে মুসলিমদের দুর্দশার কথা তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, ‘মুসলিমরা আজ নিজের দেশে নির্বাসিত! এই দেশ তাদেরও। যারা তাদেরকে ‘বিদেশি’ বলে চিহ্নিত করছে এবং তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে বলতে চাই, এই মাটিতে তাদের চেয়ে বড় অধিকার আর কারো নেই। দেশের প্রধানমন্ত্রী যেমন ভারতীয়, তেমনি এই মানুষগুলোও ভারতীয়।’

তিনি আরও বলেন, ‘আমি গুরুগ্রামের বেশিরভাগ বাঙালি বসতি পরিদর্শন করেছি এবং পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছি। ২০-২৫ বছর ধরে সেখানে বসবাস করা শ্রমিকরা এখন ভয় এবং উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।’

এছাড়া, বাংলা ভাষা ও সাংস্কৃতিক রীতিনীতির কারণে তাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে। এক মহিলা নেত্রী জানান, ‘বাঙালিদের সাথে মানুষের মতো নয়, কুকুরের মতো আচরণ করা হচ্ছে।’

উল্লেখ্য, বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ আটক ও জোরপূর্বক বহিষ্কার বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, ওড়িশা, আসামসহ বিভিন্ন রাজ্যে ২০২৫ সালের মে থেকে জুলাই পর্যন্ত এই ধরনের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি, বাঙালি মুসলিমদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের আইনি সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. “Exiles in their own land”: TMC MP slams anti-Bengali discrimination in Noida, Gurugram
– https://tinyurl.com/2weu3usx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাসিনার আর্শিবাদপুষ্ট কর্মকর্তাদের ‘প্রটেকশন’ ও প্রমোশন দিচ্ছে অন্তবর্তী সরকারের ৪ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধড্রোন তৈরি করল আফগান তরুণ, সম্মাননা জানাল ইমারতে ইসলামিয়া প্রশাসন