বিগত ১ মাসে আফগানিস্তানজুড়ে ১৮ হাজার একরের অধিক সরকারি জমি পুনরুদ্ধার

0
29

বিগত মহররম মাসে আফগানিস্তানের ১০টি প্রদেশের ৩৭ হাজার জেরিবের (১৮,২৮৬ একর) অধিক সরকারি জমি সফলভাবে পুনরুদ্ধার করেছে ইমারতে ইসলামিয়ার ভূমি দখল প্রতিরোধ কমিশন।

এই প্রসঙ্গে আইন মন্ত্রণালয় জানিয়েছে, জমিগুলো দেশের ফারিয়াব, জাওযান, দাইকুন্দি, ঘোর, খোস্ত, লোগার, নিমরুজ, সারেপুল, উরুজগান ও ময়দান ওয়ারদাক প্রদেশে অবস্থিত। পুনরুদ্ধার ও হস্তান্তর করার পূর্বে কমিশন কর্তৃক এগুলোর নথিপত্র ভালোভাবে যাচাই করা হয়েছে।

এর আগের মাসে লোগার প্রদেশে উল্লেখযোগ্য পরিমাণ সরকারি জমি পুনরুদ্ধার করেছিল সংশ্লিষ্ট কমিশন, এর পরিমাণ ছিল প্রায় ২,৮৬৭ একর।

দেশের সকল প্রদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন জমি চিহ্নিতকরণ, যাচাই-বাছাই ও উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। হাজার হাজার একর দখলকৃত সরকারী জমির সাথে জড়িত অসংখ্য মামলা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


তথ্যসূত্র:
1. 37000 Jeribs of State Land Reclaimed Last Month
– https://tinyurl.com/mvt54rk7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ“গাজাকে ভুলে যেও না”— বর্বর ইসরায়েলি হামলায় শহীদ আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা
পরবর্তী নিবন্ধহ্যান্ডমাইক হাতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের প্রশিক্ষণ দেয় মেজর সাদিকের স্ত্রী