মালিতে ৩টি শত্রু সেনা অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা

0
134

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগৌতে বীরত্বপূর্ণ এক অভিযান শেষে মুজাহিদিনরা জান্তা বাহিনীর ৩টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা গত ৭ আগস্ট বৃহস্পতিবার, মালির সেগৌ রাজ্যে ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানগুলো রাজ্যের সিগাদজি, সেরিবালা এবং বিওয়ানি এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর তিনটি সামরিক অবস্থান লক্ষ্য করে একযোগে চালানো হয়। এসময় মুজাহিদদের হামলায় কমপক্ষে ২ জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়।

শত্রু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা ৩টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ৫টি ক্লাশিনকোভ, ১টি পিকা, ১টি পিস্তল, ১৫টি মোটরসাইকেল, ৩১টি ম্যাগাজিন এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ গনিমত হিসাবে অর্জন করেন। এছাড়াও মুজাহিদিনরা শত্রু বাহিনীর বেশ কয়েকটি যানবাহন ধ্বংস করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/43zjt965

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতের উত্তরপ্রদেশে গরু বহনের সন্দেহে মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধহামাসকে সন্ত্রাসী সংগঠন বলল ভারতের সেনাপ্রধান