
মার্কিন শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ভারতে আমেরিকানভিত্তিক বহুজাতিক কোম্পানি ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপল বয়কটের ডাক দেওয়া হয়েছে।
গত ১১ আগস্ট টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সহযোগী সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ (আরএসএস) দেশজুড়ে ছোট ছোট জনসভা করে মার্কিন কোম্পানি বর্জনের আহ্বান জানাচ্ছে।
ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়ায় দীর্ঘদিন ধরেই মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত। ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতা বাড়ায়, মেটা, অ্যাপল, পেপসি, কোকা-কোলা, ডমিনোজ ও স্টারবাকসের মতো প্রতিষ্ঠানগুলো এখানে ব্যাপকভাবে ব্যবসা সম্প্রসারণ করেছে।
তবে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান এবং মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক আরও জোরদার হয়েছে। এর প্রভাব হিসেবে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছে, এবং ভারত-আমেরিকার কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ তৈরি হয়েছে।
তথ্যসূত্র:
1. Donald Trump’s 50% tariffs on India spark outrage: Calls for boycotting US-based brands grow on social media; self-reliance in focus
– https://tinyurl.com/3nrznumd


