ভারত থেকে ধেয়ে আসা পানিতে আকস্মিক বন্যায় প্লাবিত শিবগঞ্জ; পানিবন্দি ১১ হাজার পরিবার

0
36

উজানে ভারত থেকে ধেয়ে আসা পানিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার ফলে সৃষ্ট বন্যায় চারটি ইউনিয়নের প্রায় ১১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে সরেজমিনে ঘুরে বন্যার্তদের সাথে কথা বলে গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করে, উপজেলার পাঁকা-উজিরপুর ইউনিয়নের সম্পূর্ণ ও দূর্লভপুর-মনাকষা ইউনিয়নের আংশিক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গিয়েছে প্রায় ৫’শ হেক্টর জমির ফসল। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান।

এসব এলাকার অনেকেই গরু-ছাগল অন্যত্র রেখে এসেছে। কোমলমতি শিশুদের চৌকি ও টেবিলের উপরে রেখে সার্বক্ষণিক নজরবন্দি করে রেখেছে। তবে কোনো আশ্রয় স্থল না থাকায় অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ও বাঁধ সড়কের উপর আশ্রয় নিয়েছে।

দূর্লভপুর ইউনিয়নের বাদশাহ পাড়া গ্রামের প্রতিবন্ধী গুমানী মন্ডল বলেন, মাত্র কয়েকদিন আগে আমার শেষ সম্বলটুকু সর্বনাশা পদ্মায় বিলীন হয়ে গেছে। খোলা আকাশের নিচে বাস করছি। তারপর আবার বন্যার পানিতে তলিয়ে গেছে।


তথ্যসূত্র:
১. ভারত থেকে ধেয়ে আসা পানিতে আকস্মিক বন্যায় প্লাবিত শিবগঞ্জ
– https://tinyurl.com/dsxwm4hs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধসিলেটে শতকোটি টাকার সাদা পাথর লুট; ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন