
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে। নুরুল ইসলাম (৬৩) নামের ওই বাংলাদেশিকে ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল। এর আগে, সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
নুরুল ইসলামের বাড়ি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামে। তার বাবার নাম সুলতান আহাম্মদ। গণমাধ্যমের বরাতে জানা যায়, সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলে জানা গিয়েছিল।
তথ্যসূত্র:
১. ৭ ঘণ্টা পর বিএসএফ এর হাত থেকে মুক্তি পেলেন বাংলাদেশি
– https://tinyurl.com/bddwuurx


