পাকিস্তানে ৩টি ফ্রন্টে ইত্তেহাদুল মুজাহিদিনের ৫টি পৃথক অভিযান

0
131

সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি), গত ১১ আগস্ট দলটির মুজাহিদিনরা পাকিস্তানের ৩টি অঞ্চলে ৫টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন। এতে শত্রু শিবিরে হতাহতের ঘটনা ছাড়াও আর্থিক ক্ষতি হয়েছে।

আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, মুজাহিদদের পরিচালিত অভিযানগুলোর মধ্যে ২টি চালানো হয়েছে খাইবার এজেন্সিতে, ২টি বান্নুতে এবং অন্য ১টি অভিযান ওরাকজাই এজেন্সিতে চালানো হয়েছে।

মুজাহিদিনরা তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেন ১১ আগস্ট সোমবার সকালে। অভিযানটি খাইবার এজেন্সির আপার-বারা এলাকায় অবস্থিত একটি এফসি পোস্ট লক্ষ্য করে চালানো হয়। এই অভিযানে মুজাহিদিনরা স্নাইপার রাইফেল এবং হালকা অস্ত্র ব্যবহার করে শত্রু বাহিনীর উপর আক্রমণ চালান। এতে শত্রু বাহিনীর একটি নিরাপত্তা ক্যামেরা ধ্বংস হয়ে যায়, সেই সাথে কতক সৈন্য হতাহত হয়।

এদিন সকালে, মুজাহিদিনরা দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন বান্নু জেলার বাকাখেল এলাকায়। অভিযানটি উক্ত এলাকার সিপিইসি রোডে অবস্থিত শত্রু পোস্ট লক্ষ্য করে স্নাইপার ব্যবহার করে চালানো হয়। ফলশ্রুতিতে কতক সৈন্য হতাহত হয়।

মুজাহিদিনরা এদিন দুপুর ২:৩০ মিনিটের সময়, তাদের তৃতীয় সফল অভিযানটি পরিচালনা করেন। অভিযানটি ওরাকজাই এজেন্সির কাকু জিয়ারত এলাকায় অবস্থিত একটি শত্রু সামরিক পোস্টে স্নাইপার ব্যবহার করে চালানো হয়। আর তাতেই ঘটনাস্থলে ১ শত্রু সৈন্য নিহত হয়।

এদিকে সোমবার বিকেল ৫টায়, মুজাহিদিনরা খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় অবস্থিত শত্রু বাহিনীর আল-বদর পোস্টে একটি তীব্র আক্রমণ চালান। এই অভিযানে মুজাহিদিনরা স্নাইপার এবং হালকা অস্ত্র দিয়ে শত্রু বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু বানান। এতে শত্রু বাহিনীর একটি নিরাপত্তা ক্যামেরা ধ্বংস হয়ে যায় এবং কতক সৈন্য হতাহতের শিকার হয়।

এমনিভাবে বান্নুতে এদিন সন্ধ্যায় শত্রু সামরিক বাহিনী ও মুজাহিদদের মধ্যে পাল্টাপাল্টি একটি তীব্র লড়াই সংঘটিত হয়। বান্নু জেলার বাকাখেল সীমান্তে অবস্থিত বান্নু বিমানবন্দর নিকটবর্তী একটি ফাঁড়িতে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে এই পাল্টা আক্রমণটি শুরু হয়। তীব্র এই আক্রমণে শত্রু বাহিনীর একটি টাওয়ার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং সেখানে উপস্থিত শত্রু সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mvheeu53
– https://tinyurl.com/5yjzvm5w
– https://tinyurl.com/yey5rmas
– https://tinyurl.com/mwsb4es6
– https://tinyurl.com/mexc8rva

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইহুদিদের আগ্রাসনে পশ্চিম তীরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইয়াবা ও গাঁজাসহ আটক ভারতীয় নাগরিক