
চট্টগ্রামের বাঁশখালীতে মাছ ধরার নৌকায় ব্যবহৃত নিষিদ্ধ ট্রলিং জালের সরঞ্জাম তৈরির মূল হোতা ভারতীয় নাগরিককে যৌথ অভিযানে আটক করেছে কোস্ট গার্ড ও সেনাবাহিনী। আটক পণ্ডিত বিশ্বাস (৩৮) ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। এসময় আরো তিন বাংলাদেশিকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এসময় নিষিদ্ধ ট্রলিং জাল তৈরিকালে সাতটি অবৈধ ট্রলিং জাল, ৩৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও নগদ ৭৩ হাজার টাকা, পাসপোর্টসহ তিনজন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূলহোতা ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিন বাংলাদেশি হল, বরগুনার অমল চন্দ্র (৪৫), মোংলার নাথন বিশ্বাস (৬০) ও সাতক্ষীরার আকাশ বিশ্বাস (৩৫)।
তথ্যসূত্র:
১. চট্টগ্রামে ইয়াবা-গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/yvs44sd3


