ভারতের পাহাড়ি ঢলে পদ্মা নদীর পানি বিপদসীমার ০.৬৬ মিটার নিচে

0
32

ভারতের পাহাড়ি ঢলে প্রমত্তা পদ্মা এখন বিপদসীমা ছুঁই ছুঁই। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪৩ মিটার। যা বিপদসীমা ১৮ দশমিক ০৫ মিটারের মাত্র ০ দশমিক ৬৬ মিটারের নিচে। এ কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে টি-বাঁধ এলাকায় প্রবেশ ও পরিদর্শন কার্যক্রম বন্ধ রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাশাপাশি নদীর পাড় সংলগ্ন ব্যবসায়ী ও দোকানিদেরও স্থানত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ জুলাই রাজশাহীতে পদ্মার পানি বাড়তে শুরু করে। ওইদিন পানির উচ্চতা ছিল ১৬.৩৫ মিটার। পরবর্তীতে পানি কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবারও বৃদ্ধি শুরু হয় এবং এখনও তা অব্যাহত আছে। গত ১০ আগস্ট সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৭.১৩ মিটার। যা একইদিনের সন্ধ্যায় বেড়ে দাঁড়ায় ১৭.২২ মিটারে। ১১ আগস্ট সকালে তা হয় ১৭.৩২ মিটার এবং সন্ধ্যায় পৌঁছায় ১৭.৩৯ মিটারে।

সরেজমিনে গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, পদ্মা নদীতে পানির সঙ্গে ভেসে আসছে কুচুরিপানা। সেই কুচুরিপানগুলো উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে আসছে। পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানি উঠেছে। যদিও বা এই চরগুলোতে মানুষের বসবাস নেই। তবে গবাদিপশুর বিচরণ রয়েছে।


তথ্যসূত্র:
১. ভারতের পাহাড়ি ঢলে পদ্মা বিপদসীমা ছুঁই ছুঁই
-https://tinyurl.com/yuvzetzu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইয়াবা ও গাঁজাসহ আটক ভারতীয় নাগরিক
পরবর্তী নিবন্ধকৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরির অভিযোগ