
অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে দখলদার ভারত ব্যাপক নজরদারি ও কঠোর তল্লাশি অভিযান চালাচ্ছে। কাশ্মীরের বিভিন্ন জেলা এবং সংবেদনশীল এলাকাগুলোতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা মোতায়েন, রাস্তা অবরোধ, যানবাহন তল্লাশি ও চেকপয়েন্ট স্থাপন করে মুসলিমদের নানাভাবে হয়রানি করছে ভারতীয় বাহিনী।
গত ১৩ আগস্ট কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে কাশ্মীরের অন্তত ২০টি জেলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং কাশ্মীর পুলিশ মিলিয়ে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যাতে যেকোন ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ ঠেকানো যায়।
কাশ্মীর পুলিশ মহাপরিদর্শক বিধি কুমার বিরদি এ ঘটনা স্বীকার করে বলেছে, স্বাধীনতা দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রধান অনুষ্ঠানের জন্য বিশেষ মহড়া চলছে। পাশাপাশি, শহর ও গুরুত্বপূর্ণ স্থানে রাতের চেকপয়েন্ট জোরদার করা হয়েছে এবং এলোমেলো তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য যে, মুসলিম ভূমি কাশ্মীরে প্রতিনিয়ত হিন্দুত্ববাদী ভারতের কঠোর নজরদারি ও সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন সেখানকার মুসলিম বাসিন্দারা। তাঁদের চলাচলে ব্যাপক বাধা সৃষ্টি করা হচ্ছে, যা শুধু তাঁদের দৈনন্দিন জীবনকেই ব্যাহত করছে না, বরং মুসলিমদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি করছে।
তথ্যসূত্র:
1. India enforces strict curbs, deploys drones, CCTVs across Kashmir for I-Day
– https://tinyurl.com/sh2dtfp9


