চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

0
19

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাত সাড়ে ৪ টার দিকে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার চামুচা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।

পরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চাঁনশিকারী বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে প্রায় ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। আটককৃতরা সবাই পুরুষ এবং তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে কাজের সন্ধানে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

জানা যায়, তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে। পরে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফ-এর কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে।


তথ্যসূত্র:
১. ভোলাহাট সীমান্তে ১৩ বাংলাদেশিকে বিএসএফের পুশইন
– https://tinyurl.com/ykxhn7jt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে স্বাধীনতাকামী মুজাহিদদের পাল্টা হামলায় এক ভারতীয় সেনা নিহত
পরবর্তী নিবন্ধগজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত; বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি