সরকারি জায়গা দখল করে মার্কেট গড়ে তুলেছে আওয়ামীলীগ নেতা

0
20

রংপুরের বদরগঞ্জে সরকারি জমিতে মার্কেট গড়ে তুলেছে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এলাকাবাসী গণমাধ্যমকে জানান, বদরগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য শফিউল ইসলাম প্রভাব খাটিয়ে নাগেরহাট বন্দরের নতুন বাজার এলাকায় পাকা সড়ক ঘেঁষে গড়ে তুলেছে মিনি মার্কেট। তার মার্কেটের এসব দোকানঘর ব্যবসায়ীদের কাছে বরাদ্দ দিয়ে জামানত হিসেবে নিয়েছে লাখ লাখ টাকা।

শুধু তাই নয়, প্রতিটি দোকানঘর থেকে মাসিক ভাড়া আদায় করা হয় ৪-৫ থেকে হাজার টাকা। তার মার্কেটের পিছনে রয়েছে ছোট বড় প্রায় দুই শতাধিক বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান। পাকা রাস্তার সামনে আওয়ামী লীগ নেতা মার্কেট নির্মাণ করায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরী হয়েছে। এখানে হাতে গোনা অল্প কিছু সংখ্যক ব্যবসায়ীদের নিজস্ব দোকানঘর থাকলেও প্রকৃত ব্যবসায়ীদের নেই কোনো ব্যবসা করার মতো জায়গা।

ব‍্যবসায়ীরা দাবি করে, সরকারিভাবে ব্যবসায়ীদের মাঝে জায়গা বরাদ্দ দেয়া হয়নি। বাধ‍্য হয়ে ব্যবসায়ীরা অবৈধ দখলদারদের কাছ থেকে মার্কেটের দোকানঘর ভাড়া নিয়েই ব্যবসা করছে। আওয়ামী লীগ নেতার মার্কেটের পিছনে ৩টি সরকারিভাবে তৈরি করা খোলা প্ল্যাটফর্ম শেড রয়েছে। ক্রেতা বিক্রেতাদের চলাচলের সুবিধার্থে আছে ইট বিছানো রাস্তা। সেই গলি রাস্তার মুখ বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ নেতা সরকারি জমি দখল করে নিয়ে তার ওপরে গড়ে তুলেছে মিনি মার্কেট।


তথ্যসূত্র:
১. বদরগঞ্জে সরকারি জমিতে আ.লীগ নেতার মার্কেট
– https://tinyurl.com/2nmrt4kr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত; বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে চাঁদা আদায়ের মামলায় গ্রেফতার বিএনপি নেতা