ব্যবসায়ীর কাছে দৈনিক ৫০০ টাকা চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা

0
31

কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ওবায়দুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে এবং দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

দেবিদ্বার পৌর এলাকার ব্যবসায়ী ফতেয়াবাদ গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে আমির হোসেনের দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয় আমির হোসেনের কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তার স্ত্রী সুমি আক্তার ও মেয়ে সামিয়া আক্তারকে অপহরণসহ হত্যার ভয়ভীতি প্রদর্শন করে।সম্প্রতি ওই ছাত্রদল নেতা হৃদয় ওই ব্যবসায়ীর নিকট ১৫০০০ টাকা চাঁদা দাবি করে। স্ত্রী ও কন্যার জীবন রক্ষার্থে ১৫ হাজার টাকাও চাঁদা হিসাবে ছাত্রদল নেতা হৃদয়কে দেয়া হয়। ওই ব্যবসায়ী এ অবস্থা থেকে রক্ষা পেতে দেবিদ্বার থানায় ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।


তথ্যসূত্র:
১. দৈনিক ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/ycy86w2t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৭
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৬১,৮২৭