আফগানিস্তানের সীমান্ত সুরক্ষিত, কেউ এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি: মাওলানা আমির খান মুত্তাকি

0
102

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ্‌ বলেছেন, গত চার বছরে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান কোনো দেশের সঙ্গে সীমান্ত লঙ্ঘন করেনি এবং কোনো বিদেশি শক্তিও আফগানিস্তানের এক ইঞ্চি জমি দখল করতে পারেনি।

গত ১৫ আগস্ট হুররিয়াত রেডিও এক প্রতিবেদনে জানায়, ইমারতে ইসলামিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি।

তিনি আরও বলেন, গত চার বছরে ইমারতে ইসলামিয়া বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে ইমারতে ইসলামিয়ার কূটনৈতিক সম্পর্ক থাকার অর্থ এই নয় যে, তারা অন্য কোনো দেশের সঙ্গে বৈরিতা পোষণ করে।

তিনি আরও বলেন, আফগানিস্তানকে নেতিবাচক প্রতিযোগিতার ক্ষেত্র থেকে সরিয়ে এখন একটি আঞ্চলিক সংযোগস্থলে পরিণত করা হয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রবাসী আফগানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিদেশিদের ওপর ভরসা না করে নিজ দেশে ফিরে আসুন। আফগানিস্তান সব আফগানের জন্য একটি যৌথ ঘর।’ তিনি বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তিকে ইঙ্গিত করে বলেন, দেশবিরোধী প্রচারণা না চালিয়ে বরং দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করাই সকলের দায়িত্ব।


তথ্যসূত্র:
1. مولوي امیرخان متقي: له تیرو څلورو کلونو د افغانستان هیڅ رسمي او غیر رسمي پوله نه ده ماته شوې
– https://tinyurl.com/yc46eaak

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৬১,৮২৭
পরবর্তী নিবন্ধভারতের স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুসলিম বিদ্বেষী বক্তব্য