ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুসলিম বিদ্বেষী বক্তব্য

0
145

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হিন্দুত্ববাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অবৈধ অভিবাসী’ সংক্রান্ত মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তার বক্তব্য মূলত বাঙালী মুসলিমদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

১৬ আগস্ট প্রকাশিত ‘মুসলিম মিরর’-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভাষণে মোদি বলেছে, ‘আজ, আমি জাতির জনসংখ্যা পরিবর্তনের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে সতর্ক করতে চাই, যার বীজ ইতিমধ্যেই বপন করা হয়েছে।’

এ সময় সে ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন জনসংখ্যাতাত্ত্বিক মিশন’ শুরুর ঘোষণা দেন, যা মূলত জনসংখ্যাগত ভারসাম্য রক্ষার নামে সংখ্যালঘুদের ওপর নজরদারি ও জরিপ চালানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মোদি আরও বলেছে, অবৈধ অভিবাসীরা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। অনেকেই জাল নথিপত্র ব্যবহার করে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে, যাদের অনেককে বাংলাদেশি বলে শনাক্ত করা হয়েছে। সে দাবি করে বলেছে, ‘এই অনুপ্রবেশকারীরা আমাদের বোন ও কন্যাদের লক্ষ্যবস্তু করছে, আদিবাসীদের বিভ্রান্ত করছে এবং তাদের জমি দখল করছে। এটি সহ্য করা উচিত নয়।’

মোদির এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ অভিযোগ করেছে যে, মোদি এই বক্তব্যের আড়ালে বাংলাভাষী মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে।

বিরোধীদলগুলোর অভিযোগ, মোদি পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের অভিবাসীদের ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাদের টার্গেট করছেন। তাদের আশঙ্কা, ঘোষিত ‘জনসংখ্যাতাত্ত্বিক মিশন’-এর মাধ্যমে সংখ্যালঘুদের ওপর আরো বেশি নজরদারি ও দমন-পীড়নের পথ সুগম করা হতে পারে।

এই ভাষণ এমন এক সময় এসেছে যখন বিভিন্ন রাজ্যে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অভিবাসন নিয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।


তথ্যসূত্র:
1. Hate speech on I-day: “Infiltrators are snatching livelihoods, targeting our women,” says Narendra Modi
– https://tinyurl.com/4zty9fmu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের সীমান্ত সুরক্ষিত, কেউ এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি: মাওলানা আমির খান মুত্তাকি
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ২টি এলাকায় ‘আইএমপি’ মুজাহিদিন ও সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ