ভিডিও || গাজায় আল-কাসসাম ব্রিগেডের অ্যাম্বুশ ও স্নাইপার আক্রমণের শিকার জায়োনিস্ট ইসরায়েলি বাহিনী

0
150

দীর্ঘ অবরোধের মধ্যেও গাজা শহরে বীরত্বের ইতিহাস রচনা করে চলছেন আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি। তারা প্রতিনিয়ত গাজা দখলের চেষ্টাকারী জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে সাহসী সব অভিযান পরিচালনা করছেন।

সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা সম্প্রতি গাজা শহরের পূর্বে শুজাইয়া এবং তুফাহ এলাকায় একযোগে বেশ কয়েকটি বীরত্বপূর্ণ সফল অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা উক্ত ২টি অঞ্চলে প্রবেশের চেষ্টাকারী জায়োনিস্ট বাহিনীর বেশ কয়েকটি দলকে এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেন। এতে জায়োনিস্ট বাহিনীর কয়েকটি মেরকাভা ট্যাংক, D9 বুলডোজার, সৈন্যদের বহনকারী এপিসি এবং ভবনে আশ্রয় নেয়া শত্রু সৈন্যরা শিকারে পরিণত হয়। ফলশ্রুতিতে কয়েক ডজন জায়োনিস্ট সৈন্য হতাহত হয় এবং বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংস হয়।

মুজাহিদিনরা এই অভিযানে জায়োনিস্ট বাহিনীকে লক্ষ্য করে স্নাইপার, মেশিনগান, রকেট এবং মর্টার সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আক্রমণগুলো পরিচালনা করেন। অভিযানে ব্যবহৃত মুজাহিদদের অস্ত্রগুলোর মধ্যে রয়েছে RPG-7 লঞ্চার, F-7 রকেট, PG-7VM রকেট, FN MAG মেশিনগান, AK-103-2 রাইফেল, স্থানীয়ভাবে তৈরি ট্যান্ডেম-85, আল-ইয়াসিন 105″ ট্যান্ডেম রকেট, স্নাইপার এবং মর্টার শেল।

এই অভিযানে অংশগ্রহণকারী মুজাহিদিনরা ফ্রন্টলাইন থেকে ফিরে আসার পর ১৬ আগস্ট শনিবার, আল-কাসসাম ব্রিগেড ৩ মিনিটেরও অধিক দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ফুটে উঠেছে যুদ্ধের ময়দানে মুজাহিদদের সাহসীকতা ও শত্রুর ক্ষয়ক্ষতির বাস্তব এক চিত্র।

ভিডিওটি দেখুন…
https://x.com/AJA_Palestine/status/1956459217356796195?t=EKTPVOwBNmCWlNdPIWAApg&s=19

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের ২টি এলাকায় ‘আইএমপি’ মুজাহিদিন ও সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ
পরবর্তী নিবন্ধবুরকিনায় ৪টি ভিন্ন ফ্রন্টে শত্রু বাহিনীর বিরুদ্ধে মুজাহিদদের সফল অভিযান