
আফগানিস্তানের হেরাত প্রদেশে বিদ্যুৎ সরবরাহকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করতে দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি ব্রেশনা শেরকাত দুটি দেশীয় প্রতিষ্ঠান ‘জাজো আফগানিস্তান’ ও ‘কাবুল মিলি’ কোম্পানির সঙ্গে প্রায় ৪১ মিলিয়ন ডলার মূল্যের একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
১৭ আগস্ট আফগান রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় নূর আল-জাহেদ সাবস্টেশন থেকে পুল-ই-হাশেমি এবং সেখান থেকে হট ২৪ শহীদ সাবস্টেশন পর্যন্ত ২২০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ করা হবে। একইসঙ্গে, পুল-ই-হাশেমি ও হট ২৪ শহীদ সাবস্টেশন নির্মাণ এবং নূর আল-জাহেদ সাবস্টেশনে অতিরিক্ত লাইনের সম্প্রসারণের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পগুলো আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বাস্তবায়ন শেষে হেরাত অঞ্চলে নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. هرات کې د نږدې ۴۱ میلیون ډالرو په لکښت د برېښنا د درېیو پروژو تړونونه لاسلیک شول
– https://tinyurl.com/2vrfubff


