
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ বলেছেন, ১৫ আগস্ট আফগান মুজাহিদ জাতির জন্য এক গৌরবময় ঐতিহাসিক দিন। এ দিনে আল্লাহ তাআলা আমেরিকা ও ন্যাটোর মতো দখলদার শক্তির বিরুদ্ধে আফগানদের বিজয় দান করেছেন। তিনি বলেন, এ বিজয় প্রমাণ করেছে যে ঈমান ও আধ্যাত্মিকতা বস্তুবাদী শক্তির ওপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
আফগান প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট শুধু আফগান জাতির নয়, পুরো মুসলিম উম্মাহর জন্যও গৌরবময় দিন। দীর্ঘ ২০ বছরের আত্মত্যাগের পর মুজাহিদরা বিজয়ী ভঙ্গিতে রাজধানী কাবুলে প্রবেশ করেন। তিনি এই ঐতিহাসিক দিন উপলক্ষে সমগ্র মুসলিম উম্মাহকে অভিনন্দন জানান।
তিনি বলেন, আল্লাহ তাআলা যেন শহীদদের শাহাদাত, আহতদের কষ্ট, বন্দিদের দুর্ভোগ ও মুজাহিদদের পরিশ্রম কবুল করেন এবং তা আখিরাতের রিজিক বানান।
মোল্লা হাসান আখুন্দ আরও বলেন, ২০ বছরের জিহাদ ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়, যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা ও অনুপ্রেরণা পাবে।
তিনি বলেন, আমেরিকার আফগানিস্তানে পরাজয় প্রমাণ করেছে যে ঈমান ও আধ্যাত্মিকতা বস্তুবাদের ওপর বিজয়ী। আল্লাহ তাআলা হাতেগোনা কিছু মুজাহিদ ও খালি হাতে জনগণকে আধুনিক অস্ত্রে সজ্জিত শক্তির ওপর বিজয় দান করেছেন। এটি ছিল আল্লাহর সাহায্যের সুস্পষ্ট নিদর্শন।
তিনি সতর্ক করে বলেন, জিহাদের বিজয়ের সঙ্গে দায়িত্ব শেষ হয়নি। এখন ইসলামি শাসনব্যবস্থা শক্তিশালী করা, দেশ উন্নত করা, জনগণের জীবন-মাল-ইজ্জত রক্ষা এবং অতীত যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণের দায়িত্ব আমাদের।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন তা কাজে লাগাতে হবে। ইসলামি শাসন প্রতিষ্ঠা, শান্তি-স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দেশের বস্তুগত ও আধ্যাত্মিক উন্নয়ন ঘটানো জরুরি। এর মাধ্যমেই শহীদ, বিধবা, ইয়াতিম ও প্রতিবন্ধীদের স্বপ্ন বাস্তবে রূপ পাবে।
তিনি আরও বলেন, আমি আবারও বিজয় দিবস উপলক্ষে অভিনন্দন জানাই এবং দোয়া করি, আল্লাহ তাআলা যেন আফগান জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহকে দুঃখ-কষ্ট থেকে নিরাপদ রাখেন এবং দখলদার অত্যাচারী শক্তিগুলো বিশ্বব্যাপী লাঞ্ছিত হয়, যেমন তারা আফগানিস্তানে পরাজিত হয়ে পলায়ন করেছে।
তথ্যসূত্র:
1. Statement from the Prime Minister of the Islamic Emirate of Afghanistan on Asad 24 (August 15) – The Day of Victory
– https://tinyurl.com/3f6w4vz4


