ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ৩৪ তলা বিশিষ্ট ভবনের নকশা অনুমোদন

0
104

কাবুল শহরে ৪৫টি আবাসিক ও বাণিজ্যিক নির্মাণ প্রস্তাব অনুমোদন করেছে ইমারতে ইসলামিয়ার আওতাধীন কাবুল পৌরসভা। স্থাপত্য নীলনকশা অনুমোদনের জন্য পৌরসভার বিশেষ কমিটি নিয়োজিত আছে। উক্ত কমিটির মূল্যায়ন ও তদন্ত পরিচালনার পর এই প্রস্তাব গৃহীত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে বিমানবন্দর সড়কে প্রথমবারের মতো একটি ৩৪তলা বিশিষ্ট ভবন নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন করা হয়েছে, মাটির নিচেই ভবনের ৪ তলা অংশ নির্মিত হবে।

পৌরসভার কর্মকর্তাগণ জানান, সব ধরনের নির্মাণ নকশাই নগরায়ন বিধিমালা মেনে করা হয়। যে কোনও ধরণের নির্মাণের জন্য সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক।

সঠিক আইনি কাঠামোর মধ্যে কাবুল শহরের মাস্টার প্ল্যান কার্যকর করতে নিজেদের প্রচেষ্টা তুলে ধরেছেন পৌর কর্মকর্তাগণ, যা একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির জন্য সহায়ক।

উল্লেখ্য যে, বিগত ৪ বছরে সঠিক পরিকল্পনার মাধ্যমে নগর সম্প্রসারণ ও নির্মাণে জোর দিয়ে গেছে ইমারতে ইসলামিয়া।


তথ্যসূত্র:
1. First Ever 34-Story Building Drawing Approved in Kabul
– https://tinyurl.com/4zwm3x62

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের অভিযানে ২ অফিসার গুলিবিদ্ধ: আহত ৭ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যবস্থা নাগরিকদের নিরাপত্তার জন্য দায়বদ্ধ: তালিবান শরণার্থী মন্ত্রী