গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না, শহীদ প্রায় ৬২ হাজার

0
22

ইহুদিবাদী দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজা ভূখন্ডে শহীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ১৭ আগস্ট, রবিবার গাজায় ত্রাণের সন্ধানে গিয়ে ৩৮ জনসহ বর্বর ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। ১৮ আগস্ট, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বার্তাসংস্থাটি জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ১৭ আগস্ট, রবিবার হাসপাতালগুলোতে ৫৭ জনের মরদেহ পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে। আহতের মোট সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮৮৬। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

মানবিক সহায়তা সংগ্রহের সময়ও সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। রবিবার ত্রাণের লাইনে গুলিতে ৩৮ জন নিহত এবং ১৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনেরও বেশি।

এছাড়া রবিবার অনাহার ও অপুষ্টিতে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ শিশু রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহার-সম্পর্কিত মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে শিশু ১১০ জন। মন্ত্রণালয় বলছে, চলতি বছরের ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর ২৪ লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. Israel pounds Gaza City, kills at least 57 across Gaza Strip
-https://tinyurl.com/2tpn37mv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যবস্থা নাগরিকদের নিরাপত্তার জন্য দায়বদ্ধ: তালিবান শরণার্থী মন্ত্রী
পরবর্তী নিবন্ধভারতে বাংলা ভাষায় কথা বলতেও ভয়: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন