ভিডিও || ভারতের উত্তরাখণ্ডে মুসলিম বৃদ্ধকে নির্যাতন করল উগ্র হিন্দুত্ববাদীরা, দাড়ি কেটে দেওয়ার হুমকি

0
70

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পৌরি গড়ওয়াল জেলায় রিজওয়ান নামে এক মুসলিম বৃদ্ধকে কোন কারণ ছাড়াই মারধর ও লাঞ্ছিত করেছে তিন উগ্র হিন্দুত্ববাদী। এ সময় মুসলিম ব্যক্তিকে ‘জয় শ্রীরাম’ ও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিতে জোর করা হয়, পাশাপাশি তার দাড়ি কামিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

১৮ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মুকেশ ভাট, মনীশ বিষ্ট এবং নবীন ভাণ্ডারি নামের তিন ব্যক্তি রিজওয়ান নামের এক বৃদ্ধ মুসলিমকে চড়-থাপ্পড় মারছেন, অশালীন ভাষায় গালাগাল করছেন এবং তাকে অপমান করছেন। ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারীরা রিজওয়ানকে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করছেন।

ভিডিওতে এক হামলাকারীকে বলতে শোনা যায়, ‘এখানে হিন্দুদের শাসন চলে, বল জয় শ্রীরাম।’

আরেক হামলাকারী হুমকি দিয়ে বলে, তোমরা হালাল করে কাটো, আমরা তোমাদের ঝটকা করে কাটব। (যেভাবে তোমরা পশু কাটো, সেভাবেই আমরা তোমাদের কাটব, তবে সেটা ধীরে নয়, এক আঘাতে)। একপর্যায়ে তারা ব্লেড আনার কথা বলে রিজওয়ানের দাড়ি কামিয়ে দেওয়ার হুমকিও দেয়।

এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের মামলা দায়ের করা হয়েছে।

ভিডিওটি দেখুন:

ভিডিওটি লিংক:
https://archive.org/details/in-uttarakhand-elderly-muslim-man-rizwan-was-assaulted-18-08-2025


তথ্যসূত্র:
1. Elderly Muslim Man Assaulted, Forced to Chant ‘Jai Shri Ram’ in Uttarakhand; Three Arrested
– https://tinyurl.com/bdkbmvfw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইহুদিবাদী দখলদার বাহিনীর উপর ফিলিস্তিনি মুজাহিদদের সফল হামলা
পরবর্তী নিবন্ধভিডিও || ভারতের স্বাধীনতা দিবসের নাটকে বোরকাপরা মুসলিম মেয়েদের জঙ্গি হিসেবে উপস্থাপন