
অবরোধ, দুর্ভিক্ষ ও অব্যাহত হত্যাযজ্ঞ—গাজার ফিলিস্তিনিদের ওপর নেমে এসেছে এক অমানবিক পরিস্থিতি। বর্বর ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃত্যুর মিছিল কমপক্ষে ৬২ হাজার ছাড়িয়েছে, এর বাইরে বিশেষজ্ঞরা ধারণা করছেন অসংখ্য মৃতদেহ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে কিংবা রিপোর্ট করা হয়নি তাই প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। ১৮ আগস্ট, সোমবার ইসরায়েলি আগ্রাসনে সোমবার অন্তত ৬০ জন নিহত হয়েছেন এবং অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বর্বর ইসরায়েলি আগ্রাসনে ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় কমপক্ষে ৬২ হাজার চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২৩০ জন।
দখলদার ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করছে। সোমবার খাদ্য ও ওষুধ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৭ জন নিহত এবং ২৮১ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১,৯৬৫ ফিলিস্তিনি সহায়তা নিতে গিয়ে নিহত এবং ১৪,৭০১ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার একদিনে অনাহার ও অপুষ্টিজনিত কারণে পাঁচজন প্রান হারিয়েছেন। এর মধ্যে রয়েছে দুই শিশুও। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নির্মম অবরোধের কারণে গাজার ২৪ লাখ বাসিন্দা চরম খাদ্য সংকট, পানির অভাব এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে দিয়েছে যে, অন্তত ৩২০,০০০ শিশু তীব্র অপুষ্টির শিকার। গাজার হাসপাতালগুলোতে জীবনরক্ষাকারী ওষুধের অভাব দেখা দিয়েছে, এবং ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ছাড়াই মৃত্যুবরণ করছেন।
তথ্যসূত্র:
1. Gaza death toll passes 62,000 as Israel continues to target civilians, aid seekers
-https://tinyurl.com/3rv4ad5k


