
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলন থেকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্ৰেফতার করা হয়। সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
পুলিশ গণমাধ্যমকে জানায়, হোসাইন আল সুহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১.স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলন থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
-https://tinyurl.com/ytudxnhu


